Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমতলীতে কৃষকদের তদারকি বাড়ায় চাহিদার অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদনের সক্ষমতা অর্জন

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ৭:৪২ পিএম | আপডেট : ৮:৩৭ পিএম, ২৮ আগস্ট, ২০২১

উপকূলীয় এলাকায় লবণাক্ত জমিতে বহুমুখী ফসল উৎপাদনের লক্ষ্যে সরকার কৃষি ভিত্তিক বিভিন্ন প্রকল্প গ্রহণ করার ফলে উপজেলার ৭টি ইউনিয়নের খালে-বিলে, কৃষকদের বাড়ীর চালে ও মৎস্য ঘেরের বেড়িতে শোভা পাচ্ছে লাউ, ঢেঁড়স, করলা, মিষ্টি কুমড়া, বরবটি, শিম, ঝিঙে, পেঁপে, শসা, পুঁইশাক, লালশাকসহ নানা প্রকারের সবজি। এর সুফল পাচ্ছেন প্রান্তিক কৃষকেরা।

এছাড়া বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মৌসুম ভিত্তিক প্রশিক্ষণ ও বিনামূল্যে সার ও বীজ প্রদান করে কৃষকদের প্রশিক্ষিত করা হচ্ছে। ফলে রবি মৌসুমে গম, আলু, মিষ্টি আলু, সরিষা, ভুট্টা, মরিচ, পেঁয়াজ, রসুন, ধনিয়া, মসুর, মুগ, খেসারি, মটর, মাষকলাই, তরমুজসহ শীতকালীন শাকসবজির উৎপাদন যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। এতে দীর্ঘদিন খাদ্য সংকটে থাকা কৃষকরা এখন নিজেরাই নিজেদের পুষ্টি ও খাদ্য উৎপাদন করছেন।

অপরদিকে উপজেলার ৭টি ইউনিয়নের কৃষকরা কৃষি বিপ্লব ঘটিয়েছেন। তারা তাদের এক ফসলি জমিকে এখন বহু ফসলি জমিতে রূপান্তরিত করেছেন। বারবার প্রাকৃতিক দুর্যোগের বিপর্যয় কাটিয়েও উপজেলার কৃষকরা খাদ্যশস্য উৎপাদনে উল্লেখ যোগ্য সফলতা ও স্বাবলম্বী হয়ে উঠছেন প্রান্তিক কৃষকরা। গত ৫ বছরে উপজেলায় রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয়েছে। দানা শস্যের পাশাপাশি শাকসবজি উৎপাদনেও রেকর্ড সৃষ্টি করেছে তারা। গত ৫ বছরে গড়ে সাড়ে ২০ হাজার টন শাকসবজি উৎপাদিত হয়েছে।

উপকূলীয় এলাকার কাছাকাছি উপজেলা হওয়ায় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা, লবণাক্ততা, সেচের পানির দুষ্প্রাপ্যতাসহ বিভিন্ন সমস্যা কৃষি উন্নয়নের ক্ষেত্রে প্রধান অন্তরায়। ২০০৭ সালে সুপার সাইক্লোন সিডর ও ২০০৯ সালে আইলার ছোবলে উপকূলীয় এলাকায় কৃষি মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। এরপরে আম্ফান ও করোনা তার প্রভাব সামগ্রিক কৃষি খাতকে বিপর্যস্ত করে তোলে।

কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বলেন, দুই যুগ আগেও আমতলীসহ সমগ্র উপকূলীয় এলাকায় একটি বা দুটি ফসল ছাড়া বছরের অধিকাংশ সময় কৃষি জমি পতিত অবস্থায় পড়ে থাকত। এখন সেসব জমিতে তিন থেকে চারটি ফসল উৎপাদন হচ্ছে। আবার একই জমিতে মাল্টিলেয়ার পদ্ধতিতে একসঙ্গে একাধিক ফসলও চাষ হচ্ছে। এভাবে জমির বহুমুখী ব্যবহারে বদলে যাচ্ছে এ এলাকার কৃষকের ভাগ্য।

উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, এ অঞ্চলের কৃষকদের ভাগ্য উন্নয়নে আমাদের বৈজ্ঞানিকরা প্রতিনিয়ত নতুন নতুন জাত উদ্ভাবন করছেন। উদ্ভাবিত কার্যকরী প্রযুক্তিগুলো মাঠ পর্যায়ে দ্রুত জনপ্রিয় করতে প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতা উচ্চফলনশীল জাতগুলোর উপযোগিতা যাচাইয়ের পর পতিত জমি চাষাবাদের আওতায় আনা হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের উপযোগী সবজি, ফল, ডাল, আলু, তৈলবীজ, গম, ভুট্টা, নারিকেলের উৎপাদন বাড়ানো ও কৃষকদের আয় বাড়ানোর পথ সহজ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরগুনা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ