Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নয়ন উপহার দিবেন হাবিব, গ্রামে দিবেন শহরের সুবিধা আতিক

জমছে সিলেট-৩ আসনের উপনির্বাচন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ৬:৪৭ পিএম

জমে উঠেছে সিলেট-৩ আসনের উপ-নির্বাচন। সাধারন ভোটারদের মধ্যে ভোট নিয়ে আস্থাহীনতা থাকলেও প্রার্থীরা নির্বাচনী আমেজ ফেরাতে ঝরাচ্ছেন ঘাম। সেকারণে নির্বাচনী এলাকায় প্রার্থীদের নিয়ে চলছে আলাপচারিতা। এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী ৪ প্রার্থীর মধ্যে টপ লিস্টে রয়েছেন নৌকার হাবিব ও জাপার আতিক। হাবিব-আতিক নিজ নিজ অবস্থান থেকে দৌড়ঝাঁপ করছেন বিজয় নিশ্চিতে। ভোট আদায়ে ভোটারদের দিচ্ছেন প্রলোভন সহ প্রতিশ্রুতি। এই দুই প্রার্থীদের মধ্যে হাবিব তরুণ ও উদ্যমী। মনোনয়ন প্রত্যাশী প্রবীণ নেতাদের পেছনে ঠেলে নৌকার টিকিট নিশ্চিতে লবিং চ্যাম্পিয়ন হয়ে অবাক করেছেন সকলকে। এতে মনোনয়ন বঞ্চিতারা মনক্ষুন্ন হলেও পুলকিত, উচ্ছ্বাসিত হয়েছেন হাবিব অনুসারীরা। দলীয় মনোনয়ন নিশ্চিতে মধ্যে দিয়ে বিজয়ের অর্ধেক পথ পাড়ি দিয়েছেন তিনি। এতে করে তার অনুসারীরা মনে করছেন বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। বাড়তি এক মনোবলে তারা উদ্দীপ্ত। হাবিবও বিজয়ের স্বপ্ন বুনছেন, সার্বিক হিসেব কষে। তাকে বিজয়ী করতে দলের স্থানীয় রাজনীতিকরা এখন একজোটে। সেকারণে নির্বাচনকে সামনে রেখে, সাধারন ভোটারদের মন কাড়তে এলাকার স্বার্থ নিয়ে কথা বলছেন তিনি।

শুক্রবার রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফেঞ্চুগঞ্জ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, নৌকা উন্নয়নের মার্কা, নৌকা শান্তির মার্কা। দেশের স্বার্থে নিজেদের উন্নয়নে আগামী ৪ সেপ্টেম্বর উপ-নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন, আমি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীকে উন্নয়ন দিব। ফেঞ্চুগঞ্জ বাজারের ব্যবসায়ী আবদুল রাজ্জাক রজাইয়ের সভাপতিত্বে ও সাহিল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত টুটুল, সহ সভাপতি রাজু আহমদ রাজা, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হৃষিকেশ দেব রন্টু। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মানিকুজ্জামান মীরন, নাহিদ হাসান চৌধুরী, মনিলাল ভৌমিক, জাহাঙ্গীর হোসেন সাহেদ, জমিরুল ইসলাম বাবলু, পণক দেবনাথ, চম্পক লাল দেব, রেজান আহমদ শাহ ও তোফায়েল আহমদ ইমন।

এদিকে, উপ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। তিনটি উপজেলার প্রতিটি গ্রামের সমস্যা আলাদাভাবে চিহ্নিত করে রাখছি। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করবো। প্রতিটি গ্রামের মানুষ শহরের সুবিধা পাবে উল্লেখ করে আতিক আরো বলেন, আপনারা দয়া করে একটি বার লাঙ্গলে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিন। মানুষ এবার লাঙ্গলকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ। এ বিজয় হবে সিলেট ৩ আসনের সাধারণ মানুষের বিজয়। গত শুক্রবার দিনভর বালাগঞ্জ উপজেলার বোয়ালজোড় বাজারের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান, সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহসান হাবিব মইন, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টি নেতা আব্দুর রহিম, ফজলু মিয়া, আনহার মিয়া, রহমত আলী, সালাম মিয়া, ইয়াবর আলী, লকুছ মোল্লা, খোকন মিয়া, পারুল আহমদ, বাদল মিয়া, আশরাফ আলী, মইনুল ইসলাম, আনছার মিয়া, শিপন আহমদ, সাহেদ আলী, নাছির মিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ