Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষমেশ ভুল স্বীকার করলেন শিল্পা শেট্টি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ১:১৬ পিএম

শেষমেশ নিজের ভুল স্বীকার করেই নিলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। গত ১৯ জুলাই পর্ন ভিডিও তৈরি এবং একটি অ্যাপের মাধ্যমে তা প্রকাশ করার অভিযোগে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বাই পুলিশ। এরপর থেকেই লাইমলাইট থেকে নিজেকে দুরে সরিয়ে রেখেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্ট ঘিরে শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টে নিজের ‘ভুল’ স্বীকার করলেন শিল্পা। একটি বইয়ের পৃষ্ঠার ছবি শেয়ার করেছেন অভিনেত্রী যেখানে সোফিয়া লরেনের উক্তি লেখা, ‘ভুলের ভার সারাজীবন ধরে মানুষকে বহন করতে হয়।’ ভুলের বিষয়ে সেখানে আরো লেখা, ‘ভুল ছাড়া মানুষের জীবন উত্তেজনাপূর্ণ হয় না। আশা করা যায় সেগুলো এমন ভুল হবে না যা ভয়ঙ্কর বা অন্য মানুষকে কষ্ট দেয়। কিন্তু ভুল জীবনে থাকবেই।’

আরো লেখা, ‘ভুলগুলো আমরা ভুলে যাওয়ার চেষ্টা করতে পারি বা এগুলোকে জীবনের সবথেকে উত্তেজনাপূর্ণ, চ‍্যালেঞ্জিং অভিজ্ঞতা হিসেবেও দেখতে পারি। ভুল হিসেবে নয়, বরং ভুলগুলো থেকে আমরা কী শিখেছি। ভুল করলে নিজেকে ক্ষমা করে সেগুলো থেকে শিখবো।’ এর সঙ্গে শিল্পা নিজে লিখেছেন, ‘ভুল করেছি, কিন্তু ঠিক আছে।’

কিছুদিন আগেই কাজে ফিরেছেন শিল্পা। ‘সুপার ডান্সার ৪’ এর বিচারকের আসনে ছিলেন শিল্পা। কিন্তু রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকেই আর শুটিংয়ে দেখা যায়নি তাকে। শোনা গিয়েছিল শিল্পার জায়গায় অন্য কাউকে বিচারক হিসেবে আনার পরিকল্পনাও করছিলেন শো-এর নির্মাতারা। কিন্তু বেশ কিছুদিনের বিরতির পর শিল্পা নিজেই ফের শুটিংয়ে যোগ দিলেন। গত ১৮ আগস্ট শুটিংয়ে ফিরেছেন তিনি। প্রতিযোগী ও সহ বিচারকেরা শো তে ফের স্বাগত জানান শিল্পাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ