প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আনলকের পঞ্চম দফায় একে একে শুটিং ফ্লোরে ফিরছেন বলিউডের প্রথম সারির তারকারা। দীর্ঘদিনের ঘরবন্দি জীবন কাটিয়ে ইতোমধ্যে নিজেদের কাজের জায়গায় ফিরেছেন অমিতাভ বচ্চন, আমির ও সালমান খানরা। এবার অসমাপ্ত সিনেমার শুটিং শেষ করতে কাজে ফিরলেন বলিউড ডিভা শিল্পা শেট্টি।
নির্মাতা প্রিয়দর্শন পরিচালিত জনপ্রিয় কমেডি ধাচের সিনেমা 'হাঙ্গামা'র সিক্যুয়েল 'হাঙ্গামা ২'। করোনা প্রাদুর্ভাবের আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছিলো। কিন্তু লকডাউনের জেরে দীর্ঘদিন সিনেমাটির শুটিং বন্ধ ছিলো। তবে আবার শুরু হলো শিল্পা শেট্টি অভিনীত সিনেমাটির বাকি অংশের শুটিং।
জানা গেছে, রোববার 'হাঙ্গামা ২'-এর শুটিং করতে প্রাইভেট জেটে মানালি পাড়ি দিয়েছেন সিনেমার অভিনয় শিল্পী ও কলাকুশলীরা। সব ধরনের স্বাস্থ্যবিধি ও নির্দেশনা মেনেই শুটিংয়ে অংশ নিচ্ছেন তারকারা। সুরক্ষা নিশ্চিত করতে ইতোমধ্যে ইউনিটের সকলের কোভিড টেস্ট করা হয়েছে।
এদিন মুম্বাই বিমান বন্দরে ফ্লাইটে ওঠার আগে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেন শিল্পা শেট্টি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমাদের কোভিড টেস্ট হয়ে গিয়েছে। সকলের রিপোর্টই নেগেটিভ এসেছে। তাই মাস্ক পড়ে শ্যুটিং করতে চললাম।'
'হাঙ্গামা ২' সিনেমায় শিল্পা শেট্টি ছাড়াও অভিনয় করছেন পরেশ রাওয়াল, মিজান জাফরি, প্রণীতা সুভাষ প্রমুখ। আর সিনেমাটির সঙ্গীতায়োজন করেছেন আনু মালিক। এটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন রতন জাইন, গণেশ জাইন, চিতান জেইন ও আরমান ভেনচার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।