প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউডে গুজব রটেছে, শিল্পা শেট্টি আর তার স্বামী রাজ কুন্দ্র এখন আর একসঙ্গে থাকছেন না। মজার ব্যাপার হচ্ছে তারা এর কোনও প্রতিবাদও করছেন না। তারা একে গুজব হিসেবেই নিয়েছেন বলে মনে হয়।
রাজ এই গুজবের কথা স্বীকার করেছেন এবং এর উৎপত্তি সম্পর্কে বলেন, “আমার মনে হয় শিল্পা তার বন্ধুদের কাছে আমার ব্যস্ততা নিয়ে অনুযোগ করা থেকেই এই গুজবের জন্ম। সে বন্ধুদের স¤প্রতি বলছিল, আমি এতোই ব্যস্ত থাকি যে তার সঙ্গে সময় কাটাবার মত সময়ও পাই না। আমি একটি বড় কাজের জন্য মুম্বাইয়ের মাতুঙ্গাতে দিনের ২০ ঘণ্টা করে কাজ করে যাচ্ছে। শ্বাস পেলা, খাওয়া আর ঘুমাবার সময়ও পাচ্ছি না! আমি বাড়িতে যাই গোসল করতে আর কাপড় বদলাতে।”
রাজ জানান শিল্পার ৪১তম জন্মদিনে (৮ জুন) তিনি একটা বড় চমক দেবেন বলে পরিকল্পনা করছেন। “আমরা সব পরিবারের সদস্য আর বন্ধুদের নিয়ে তার গত জন্মদিন পালন করেছি মন্টেনেগ্রোতে, আর এবার শুধু আমি আর শিল্পা পালন করব বলে ঠিক করেছি। আর অবশ্যই সেটি হবে একটি চমক,” রাজ বলেন।
তিনি আরও বলেন, “শিল্পা আমার রাজকন্যা, তাই আমাকেই তার দেখাশোনা করতে হয়।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।