Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে একদিনে কোটি টিকা প্রয়োগের রেকর্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ১০:৫২ এএম

করোনার টিকা দেওয়ায় রেকর্ড গড়লো প্রতিবেশি দেশ ভারত। শুক্রবার (২৭ আগস্ট) একদিনে এক কোটির বেশি মানুষকে টিকার আওতায় এনেছে দেশটি। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
শুক্রবার রাতে মোদি টুইটারে লিখেছেন, ‘আজ (শুক্রবার) রেকর্ড সংখ্যক টিকা দেওয়া হয়েছে। এক কোটির বেশি টিকা দেওয়া হয়েছে। যারা টিকা নিয়েছেন এবং এ টিকাদান কর্মসূচিকে সফল করেছেন, তাদের সবাইকে অভিনন্দন।’
শুক্রবার সন্ধ্যায় টুইট করে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানিয়েছিলেন ৯০ লাখের বেশি টিকা দেওয়া হয়েছে। টুইটারে এ নিয়ে দেশবাসীকে অভিনন্দনও জানান তিনি। মাণ্ডবিয়ার টুইটে লিখেছিলেন, ‘দেশবাসীকে অভিনন্দন। আজ (শুক্রবার) এখনও পর্যন্ত ভারতে ঐতিহাসিক ৯০ হাজারের টিকা দেওয়া হয়েছে। এ সংখ্যা ক্রমেই বাড়ছে।’
পরে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা একটি বিবৃতিতে দাবি করা হয়, টিকা দেওয়ার ওই সংখ্যা একদিনে ৯৩ হাজার ছাড়িয়ে গেছে। এরপর শুক্রবার রাত সোয়া ১০টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দৈনিক টিকা দেওয়ার সংখ্যা এক কোটিরও বেশি হয়েছে। মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার এক কোটি ৬৪ হাজার ৩২টি টিকা দেওয়া হয়েছে। যা এখনও পর্যন্ত দৈনিক টিকাদানের হিসেবে সবচেয়ে বেশি। এ নিয়ে শুক্রবার রাতেই ফের টুইট করেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের মধ্যে ২৩ কোটি ৭২ লাখ ১৫ হাজার ৩৫৩ জনকে অন্তত একটি করে টিকা নেওয়া হয়েছে। এছাড়া ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ৮০৭ মানুষ দুটি করে টিকা পেয়েছেন। ৪৫ থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে ১২ কোটি ৭৭ লাখ ২৫ হাজার ৬০ জনের অন্তত একটি করে টিকা নেওয়া হয়েছে। এ বয়সীদের মধ্যে দু’টি টিকা নিয়েছেন এমন নাগরিকের সংখ্যা ৫ কোটি ২১ লাখ ৮৯ হাজার ৪৩২।
আগামী ডিসেম্বরের মধ্যে ভারতের ৮০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার। সূত্র : এনডিটিভি



 

Show all comments
  • Umme sarah ২৮ আগস্ট, ২০২১, ১০:৪৮ পিএম says : 0
    দৌড়ের প্রতিযোগিতায় জিততে না পারলেও লেজ নাড়াচাড়ায়ে যদি জেতা যায় খারাপ কি?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রেকর্ড

৬ সেপ্টেম্বর, ২০২২
৩০ জুলাই, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ