মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাজাখস্তানের দক্ষিণাঞ্চলের তারাজ শহরের একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণে নিহত বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৯৮ জন। হতাহতদের বেশিরভাগই অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজের সাথে জড়িত বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গতকাল শুক্রবার (২৭ আগস্ট) কাজাখস্তানের প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ জানিয়েছেন, বৃহস্পতিবার ঝাম্বিল প্রদেশের তারাজে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে আগুন লেগে অন্তত ছয়টি বিস্ফোরণ ঘটে। প্রকৌশল কাজের জন্য বিস্ফোরক সংরক্ষিত ছিল সেখানে। কিভাবে এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
এ ঘটনার পরে আশেপাশের এলাকা থেকে শত শত মানুষকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ এবং সবচেয়ে বড় শহর আলমাটির সঙ্গে সংযুক্ত প্রধান রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
এর আগে, বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনার কিছুক্ষণ পরই প্রতিবেশী দেশ কাজাখস্তানের তারাজ শহরে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।