Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি ২০ জনের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবোঝাই ট্রলারের সঙ্গে বালুবোঝাই ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার লইসকা বিলে এ ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখার সময় নিখোঁজদের সন্ধানে অভিযান চলছিল।
ট্রলার ডুবির ঘটনায় আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী আলী আক্তার রিজভী বলেন, বিকেলে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।

এদিকে রংপুর থেকে স্টাফ রিপোর্টার জানান, রংপুরের মিঠাপুকুরে ঘাঘট নদীতে মাছ ধরতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম লাদেন (২০)। গতকাল দুপুরে উপজেলার ভাংনী ইউনিয়নের ফতেহপুর এলাকায় ঘাঘট নদী থেকে তার লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মিঠাপুকুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের স্টেশন অফিসার মশিউর রহমান জানিয়েছেন, মিঠাপুকুর উপজেলার ভাংনি ইউনিয়নের ফতেপুর এলাকার হাকিম মিয়ার ছেলে লাদেন (২০) গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ঘাঘট নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার এক পর্যায়ে সে নদীতে তলিয়ে যায়। এলাকাবাসী অনেক খোঁজা-খুঁজির পরও তার লাশ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ঘাঘট নদী থেকে তার লাশ উদ্ধার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ