Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

নাপোলির প্রতিপক্ষ লেস্টার সিটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২১, ১২:০১ এএম

২০২১-২২ মৌসুমের ইউরোপা লিগে ‘সি’ গ্রুপে সিরি’আর নাপোলিকে পেল লেস্টার সিটি। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হলো স্পার্তাক মস্কো ও লেগিয়া ওয়ারশ। আরেক ইংলিশ দল ওয়েস্ট হ্যাম পড়েছে ‘এইচ’ গ্রুপে। তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো ডায়নামো জাগরেব, গেঙ্ক ও রেপিড ভিয়েনা। প্রথমবারের মতো ইউরোপা লিগের গ্রুপ পর্বে খেলবে ওয়েস্ট হ্যাম।
স্কটিশ চ্যাম্পিয়ন রেঞ্জার্স ‘এ’ গ্রুপে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লিওঁ, স্পার্তা প্রাগ ও ব্রন্ডবাইকে। সেল্টিক পড়েছে ‘জি’ গ্রুপে। তাদের তিন প্রতিপক্ষ হলো বেয়ার লেভারকুজেন, রিয়াল বেতিস ও ফেরেঙ্কভারোস। ইউরোপা লিগের গ্রুপপর্বের লড়াই শুরু হবে ১৬ সেপ্টেম্বর। এ মৌসুমের ইউরোপা লিগের ফাইনাল হবে ১৮ মে, স্প্যানিশ ক্লাব সেভিয়ার মাঠ র‌্যামন সানচেজ পিজুয়ানে।
ইউরোপা লিগ ড্র
গ্রুপ এ : লিওঁ, রেঞ্জার্স, স্পার্তা প্রাগ, ব্রন্ডবাই
গ্রুপ বি : মোনাকো, পিএসভি আইন্দোফেন, রিয়াল সোসিয়েদাদ, স্টার্ম গ্রেজ
গ্রুপ সি : নাপোলি, লেস্টার সিটি, স্পার্তাক মস্কো, লেগিয়া ওয়ারশ
গ্রুপ ডি : অলিম্পিয়াকোস, এনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ফেনারবাচ, রয়্যাল এনটার্প
গ্রুপ ই : লাৎসিও, লোকোমোটিভ মস্কো, মার্শেই, গ্যালাতাসারাই
গ্রুপ এফ : ব্রাগা, রেড স্টার বেলগ্রেড, লুদোগোরেটস, মিদজিল্যান্ড
গ্রুপ জি : বায়ার লেভারকুজেন, সেল্টিক, রিয়াল বেতিস, ফেরেঙ্কভারোস
গ্রুপ এইচ : ডায়নামো জাগরেব, গেঙ্ক, ওয়েস্ট হাম, রেপিড ভিয়েনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ