Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মোকাবেলায় শেখ হাসিনা সরকার বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন

কুষ্টিয়ার সেন্ট্রাল অক্সিজেন ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে মাহবুব উল আলম হানিফ

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৮:৫৮ পিএম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ বলেছেন,‘মতিউর রহমান নিজামী, গোলাম আযম, মুজাহিদ ও সাঈদী যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে জিয়াউর রহমানও মুক্তিযোদ্ধা।

তিনি আজ শুক্রবার বিকেলে জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি সেখানে সেন্ট্রাল অক্সিজেন ও হাই ডিপেন্ডেন্সি ইউনিট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

হানিফ অভিযোগ করে বলেন, করোনা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে। করোনা মোকাবেলায় শেখ হাসিনা সরকার বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সীমিত সম্পদ নিয়ে শেখ হাসিনার সরকার দক্ষতার সাথে করোনা মোকাবিলা করছেন।

চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের দেহাবশেষের অস্তিত্ব ছিল না বলেও তিনি মন্তব্য করেন। পরে মিরপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা পরিষদ আয়োজিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন হানিফ।

এর আগে তিনি উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‍্যালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময়ে ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, ভেড়ামাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ এজাজ আহমেদ মামুন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পিয়ূষ কুমার সাহা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ