পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
আফগানিস্তানে গৃহযুদ্ধের আবহে মধ্যেই পাঞ্জশির সীমান্তে যুদ্ধ মহড়া শুরু করল পাক সেনাবাহিনী। এতে যৌথভাবে অংশ নিচ্ছে সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত মধ্য এশিয়ার রাষ্ট্র কাজাকিজস্তান। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার বিকাল থেকে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের পব্বিতে পাক সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে যৌথ মহড়া শুরু হয়েছে।
‘দোস্তারম-৩’ নামে এই মহড়ায় অংশ নিচ্ছে পাক সেনাবাহিনীর ‘স্পেশাল ফোর্স’-এর ইউনিটগুলি। রয়েছে আধুনিক হেলিকপ্টারসহ পাক বাহিনীর নতুন নানা অস্ত্রসম্ভারও। পাক সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দুর্গম অঞ্চলে দ্রুত সন্ত্রাসবিরোধী অভিযান অনুশীলনের উদ্দেশ্যেই এই সামরিক মহড়া। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আফগানিস্তানের পাঞ্জশির সীমান্তের লাগোয়ো এলাকায় ‘দোস্তারম-৩’-এর উদ্দেশ্যে নিয়ে প্রশ্ন উঠেছে। সূত্র : ডেইলি পাকিস্তান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।