বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কক্সবাজারের উখিয়ায় হেফজখানায় মোহাম্মদ আরাফাত (৮) নামে এক শিক্ষার্থী খুন হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) আনুমানিক রাত ৯টার দিকে উপজেলার জালিয়াপালংয়ের সোনাইছড়ির বায়তুশ শরফ মাদ্রাসা এ ঘটনা ঘটে। নিহত আরাফাত জালিয়াপালং দক্ষিণ সোনাইছড়ি এলাকার ব্যাটারি চালিত অটো রিকশা (টমটম) চালক হাছন আলীর ছেলে।
এবিষয়ে হেফজখানার কমিটির সাধারন সম্পাদক ও নিহতের চাচা এডভোকেট রিদুওয়ান বলেন, এশারের নামাজের পর রাতের যখন সকলে খেতে যায় তখন হেফজখানার বাথরুমে আমার ভাইপোকে ছুরিকাঘাত করে দুষ্কৃতকারী। পরে আরফাতকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০ টার দিকে মৃত বলে ঘোষণা করে।
তিনি আরো,বলেন পরে হেফজখানার ছাত্র ও অন্যান্যদের সাথে কথা বলতে জানতে পারি একই গ্রামের সিএনজি ড্রাইভার আলমগীরের ছেলে রিফাত (১৭) আমার ভাইপোকে মুখ চিপে ধরে মসজিদের পেছনে নিয়ে ছুরিকাঘাত করেছে। রিফাতকে দুই বছর আগে অসদাচরণের জন্য হেফজখানা থেকে বের করে দেয়া হয়।
উখিয়া থানার ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, আরাফাতের মৃতদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। রিফাত এবং তার বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন তাই কি কারণে আরফাতকে হত্যা করা হয়েছে তা জানানো সম্ভব হচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।