Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে অস্ত্রসহ ৮ ডাকাত গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ৯:১৭ এএম

নগরীর কর্ণফুলী এলাকায় একটি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি ও ধারালো চাকুসহ ৮ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার। তারা হলেন- মো. সোহেল (২৪), মো. মোজ্জাম্মেল হোসেন (২২), আলী আকবর (১৮), মো. বাবুল (২৪), মো. মোর্শেদ (২৪), মো. আসিফুল ইসলাম (১৯), মো. রায়হান ইসলাম (১৮) ও মো.সোহান (১৮)। কর্ণফুলী এলাকায় কিছু লোক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ৮ জনকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ১টি ওয়ান শ্যুটারগান, ১ রাউন্ড গুলি, ২টি রামদা ও ৪টি চাকু উদ্ধার করা হয়। আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানা এলাকায় মহাসড়কে চলাচলরত যানবাহনে বিভিন্ন ধরনের অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছে। আটক কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ