Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রান্নাঘরের জানালায় গর্জন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

সকালে ঘুম থেকে উঠে এক কাপ কফি তৈরির জন্য রান্নাঘরে গিয়ে যদি দেখেন গর্জন করতে করতে জানালার দিকে তেড়েফুঁড়ে আসছে সিংহ, তাহলে কেমন লাগবে? ঠিক এই ঘটনাই ঘটেছে দক্ষিণ আফ্রিকায় একটি সংরক্ষিত বনাঞ্চলের ৪৬ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে। ডিলান পানোস নামের ওই ব্যক্তি একটি নেচার গাইড প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিচালনা করেন। গত ২৫ জুন তার রান্নাঘর ঘিরে সিংহের তর্জন-গর্জনের ওই ঘটনার ভিডিও করেন তিনি। পরে সেই ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ডিলান কফি তৈরি করছিলেন। এ সময় তাকে দেখতে পেয়ে সরু তারের বেষ্টনী দেয়া জানালার ওপাশে গর্জন করছে একটি সিংহ। এদিকে রান্নাঘরের দেয়ালের সামনেই শুয়ে রয়েছে আরেকটি সিংহী। এর মধ্যেই ডিলান কেটলি চুলায় চড়ান। সিংহীটা তখন ছোট্ট ওই ঘরের বারান্দার একটু সামনে বসা। সিংহটাও পিছু নিয়েছে তার। ডিলানের ওই রান্নাঘর এবং সংলগ্ন ডাইনিং কক্ষে কোনো দরজা ছিল না। ছিল শুধু সরু তারের বেষ্টনী দেয়া জানালা। যখনই ডিলানকে দেখছিল, তখনই গর্জন করে তার দিতে তেড়ে আসছিল সিংহটা। সিংহটির ওই ‘ক্রোধান্বিত আচরণ’ নিয়ে হাস্যরসও করেন ডিলান। সিংহের দিকে তাকিয়ে হাসতে হাসতে তিনি বলেন, ‘তুমি খুবই মজার একটি সিংহ!’

এদিকে ওই ঘর থেকে কিছুটা দূরেই পার্ক করা একটি গাড়িতে বসে ছিলেন ডিলানের প্রতিষ্ঠানের কিছু প্রশিক্ষণার্থী। সিংহ ও সিংহী চলে যাওয়ার অপেক্ষা করছিলেন তারা। ইউটিউবে দেওয়া ওই ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে, ‘এই বনে সিংহ সাধারণত মানুষের ক্যাম্প থেকে দূরে দূরেই থাকে। সম্ভবত সেই কারণেই সিংহীটা ভবনটির কাছাকাছি একটি জায়গায় আশ্রয় নিয়েছিল।’ কিন্তু ওই দিনে ডিলান ও তার প্রশিক্ষণার্থীরা আটটি সিংহকে ক্যাম্প দিয়ে যেতে দেখেন। সিংহের এই তর্জন-গর্জন প্রায় ৪০ মিনিট ধরে চলে। সূত্র : এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গর্জন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ