Inqilab Logo

শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

দূষণ শঙ্কায় মডার্নার ১.৬ মিলিয়ন ডোজ প্রয়োগ বন্ধ জাপানে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২১, ১২:০৪ এএম

কারণ হিসেবে দূষণ উল্লেখ করে এক দশমিক ৬৩ মিলিয়ন বা ১৬ লাখ ৩০ হাজার ডোজ মডার্না টিকার প্রয়োগ বন্ধ করে দিয়েছে জাপান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কয়েকটি ডোজে ফরেন ম্যাটেরিয়ালস পাওয়া গেছে। জানা গেছে, জাপানে মডার্নার টিকা বিক্রি ও বিতরণের দায়িত্বে আছে তাকেদা ফার্মাসিউটিক্যাল। তারা জানিয়েছে, পর্যাপ্ত সতর্কতার ঘাটতি রয়েছে মডার্নার তিন ব্যাচের টিকায়। তবে বিদেশি উপকরণ বলতে আসলে কী বোঝানো হয়েছে, তা স্পষ্ট করে জানানো হয়নি। কিন্তু তাকেদা বিবৃতিতে বলেছে, এটি বস্তুকণা। এ ব্যাপারে জরুরি পরীক্ষা করা হয়েছে। জাপান টাইমস পত্রিকার মতে, আরো সাতটি টিকাকেন্দ্র থেকে দূষণের খবর এসেছে, যার মধ্যে ৩৯ টি শিশি - বা ৩৯০ ডোজ দূষিত হিসেবে চিহ্নিত হয়েছে। মডার্নার এক বিবৃতিতে বলা হয়েছে, আজ পর্যন্ত নিরাপত্তা বা কার্যকারিতা সংক্রান্ত কোনো ইস্যু শনাক্ত হয়নি। তবে জাপানের বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে মডার্না। এদিকে করোনা রুখতে সতর্ক অবস্থানে থেকে কাজ করছে জাপান। বর্তমানে সে দেশের রাজধানী টোকিওতে অলিম্পিক গেমসের আয়োজন চলছে। সে দেশে এরই মধ্যে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা অনুমোদন দেওয়া হয়েছে। চলতি বছরের মে মাস থেকেই মডার্নার টিকা দেওয়া চলছে। মাত্র ৪০ শতাংশ জাপানি নাগরিক সম্প‚র্ণ টিকা পেয়েছেন এবং ৫০ শতাংশ পেয়েছেন প্রথম ডোজ। বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মডার্না


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ