Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মডার্নার ভ্যাকসিনসহ গ্রেপ্তার বিজয় কৃষ্ণ রিমান্ডে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ১:৫৬ পিএম

রাজধানীর দক্ষিণখানের একটি ক্লিনিক থেকে মডার্নার ২৯ ডোজ ভ্যাকসিন এবং দুই হাজার ডোজের খালি বক্স উদ্ধারের মামলায় ক্লিনিকের মালিক পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

গত ১৯ আগস্ট রাজধানীর দক্ষিনখান থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় এ আসামির দশ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার এসআই (নি.) আব্দুল আজিজ। তবে ওই দিন তদন্ত কর্মকর্তা আদালতে উপস্থিত হননি। এজন্য আদালত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য (২৩ আগস্ট) দিন ধার্য করেন

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন,‘আসামি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। অভিনব কায়দায় চোরাচালানের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রনালয়ের মর্ডানার কোভিড-১৯ ভ্যাক্সিন অবৈধভাবে সংগ্রহ করে সাধারণ জনগণের কাছে বিক্রি করে আসছিল। দেশের বিভিন্ন স্থানে ভ্যাক্সিন সরবরাহ করে আসছিল।’

এদিন আসামির পক্ষে মোহাম্মদ মিলন হোসেন রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

গত ১৮ আগস্ট রাত ৮টার দিকে আসামি বিজয় কৃষ্ণ তালুকদারকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, দরিদ্র পরিবার সেবা সংস্থা নামের এই ক্লিনিক থেকে চড়া দামে বিক্রি করা হতো এসব ভ্যাকসিন। এ ঘটনায় দক্ষিণখান থানার এসআই (নি.) রেজিয়া খাতুন মামলাটি দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মডার্না
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ