Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযানে ২ জনের কারাদণ্ড

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ৮:০৫ পিএম

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত পৃথক অভিযানে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস এ কারাদন্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তদের মধ্যে মাদকাসক্ত সুজন আহমেদকে (৩২) তিন মাস ও পকেটমার রনি সরকারকে (৪২) পনের দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। অভিযুক্ত মাদকাসক্ত সুজন আহমেদ উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ গ্রামের আব্দুল গরিব মণ্ডলের ছেলে। সে নিয়মিত নেশায় আসক্ত ছিল।

যার কারণে পারিবারিক সদস্যদের ওপর নিয়মিত অত্যাচার করত। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মিরপুর থানার পোড়াদহ বিট ইনচার্জ অনুপ কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করেন।

অপর অভিযুক্ত ব্যক্তি চিহ্নিত পকেটমার রনি সরকার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের চরগোলাপনগর এলাকার মৃত লতিফ সরকারের ছেলে।

সে উত্তর-পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে নিয়মিতভাবে পকেট মেরে আসছিল। বৃহস্পতিবার সকালে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ তাকে রেলওয়ে জংশন এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ