Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাতিয়া ভাসানচর থেকে ৯ রোহিঙ্গা দালাল আটক

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১১:৪০ এএম

হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা পলায়নে সহায়তাকারী ৯দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আটককৃতরা হলো, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫নং ক্লাস্টারের মো.জুবায়ের (২২) ৬৪নং ক্লাস্টারের রেদোয়ান (২০) মোহাম্মদ সালাম ( ৩১) ৭৭নং ক্লাস্টারের আব্দুর রহমান (১৯) ৫১ নং ক্লাস্টারের সৈয়দ করিম (১৮) সাইফুল ইসলাম (২০) ২৬নং ক্লাস্টারের শফিউল্লাহ (২২) ৬নং ক্লাস্টারের নজিমুল্লাহ (৩৭) ৭৮নং ক্লাস্টারের মোহম্মদ সালেহ(৪০)।

বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামিদের বিদেশী নাগরিক আইনে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে। এর আগে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভাসানচার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এপিবিএন সিভিল টিম, এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোহিঙ্গা আটক

৩ সেপ্টেম্বর, ২০২২
২৩ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ