Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে দৈনিক সংক্রমণ ৪৬ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২১, ১১:২৩ এএম

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ। এর আগে বেশ কয়েকদিন দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নিচে ছিল। কিন্তু দেশটিতে সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৬৪ জন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এই খবর দিয়েছে এনডিটিভি।

এর আগে বুধবার দেশটিতে করোনাক্রান্ত হয়েছিলেন৩৭ হাজার ৫৯৩ জন। মঙ্গলবার আক্রান্ত হন ২৫ হাজার ৪৬৭ জন। সোমবার ২৫ হাজার ৭২ জন এবং রোববার ৩০ হাজার ৯৪৮ জন করোনাক্রান্ত হন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০৭ জনের। বুধবার মৃত্যু হয়েছিল ৬৪৮ জনের। আগের ২৪ ঘণ্টার তুলনায় মৃত্যু কিছুটা কমেছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু হয়েছে চার লাখ ৩৬ হাজার ৩৬৫ জনের। করোনাক্রান্ত হয়েছেন তিন কোটি ২৫ লাখ ৫৮ হাজার মানুষ।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।

চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২১ কোটি ৪৭ লাখ ৪১ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ৭৬ হাজার ৮ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ