বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন প্রকার ঘোষণা ছাড়াই গত দুইদিন যাবত কোভিড-১৯ পরীক্ষা বন্ধ রয়েছে। চরম বিপাকে পড়েছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ। অনেকেই করোনা পরীক্ষাগারে তালা বদ্ধ থাকায় হাসপাতালের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে। এতে সংক্রমণের ঝুঁকি অনেকটাই বেঁড়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
এ বিষয়ে ক্ষুব্ধ উপজেলার কদমবাড়ি ইউনিয়নের গৃহবধূ মালতি রানী জানান, আমি অনেক দিন যাবত জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা, গলা ব্যথা ও শ্বাস কষ্টে ভুগছি। এহন পরীক্ষা না করে ডাক্তার দেহাইতে পারছি না। আর ডাক্তারও আমারে পরীক্ষা ছাড়া কোন ওষুধ দেয় না। এহন আমি কি যে করমু। গতকালও আমি এসেছিলাম। আজও সেই সকাল ৯টায় হাসপাতালে আইছি। যে ঘরে পরীক্ষা করে সেখানে তালা দেয়া, দেহেন আমি এহন কি করমু।
আবুল কালাম নামে আরো একজন জানান, দেহেন করোনা পরীক্ষা করতে কত দূর দূরান্তের মানুষ জন এসেছে। অনেক টাকা পয়সা খরচ করে আসতে হয় তাদের। এখন পরীক্ষা না করেই ফিরে যাচ্ছে, এ দায়িত্ব কার? শুধু তারাই না, এই একই ভোগান্তির শিকার হয়ে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা ছালাম, জুলেখা, আলোয়াসহ আরো প্রায় ২০/২৫জন করোনা পরীক্ষা করতে এসে ফিরে যান।
করোনা পরীক্ষার দায়িত্বরত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি-ইপিআই দবির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি গত দুদিন যাবত অসুস্থ, আমি লিখিতভাবে কর্তৃপক্ষকে অবহিত করেছি।
এদিকে এমটি-ইপিআই দবির হোসেন গত দু’দিন যাবত অসুস্থ থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ করোনা পরীক্ষায় বিকল্প কোন ব্যবস্থা না নেয়ায় জনমনে নানা ধরণের প্রশ্নের উদ্রেক হচ্ছে। স্পর্শকাতর এ বিষয়টিকে গুরত্ব না দেয়ায় সারা রাজৈরে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
এ ব্যাপারে রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ প্রদীপ চন্দ্র মন্ডল জানান, বিকল্প লোক না থাকায় করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।