গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর লালবাগ কেল্লার মোড় বাজারে ট্রাকচাপায় সামিয়ান (৪) নামে আহত এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়ে। নিহতের লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, গত রোববার দিনগত রাতে ট্রাকচাপায় আহত হয় শিশুটি। পরে সোমবার ভোরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। নিহত শিশুর বড় ভাই হৃদয় হোসেন জানান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। বাবার নাম আরমান হোসেন। পরিবার নিয়ে লালবাগ কেল্লার মোড় শাহসাব বাড়ি এলাকায় থাকেন। তাদের মা আসমা আক্তার অন্যের বাসায় কাজ করেন। রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে মা মাথা ব্যথার জন্য বাজারে ফার্মেসি থেকে ওষুধ আনতে যান। এ সময় সামিয়ানকেও সঙ্গে নিয়ে যান। ফার্মেসি থেকে ওষুধ কিনে বের হওয়ার সময় একটি ট্রাকের নিচে চাপা পড়ে সামিয়ান। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।