Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভূমধ্যসাগর থেকে শতাধিক অভিবাসন প্রত্যাশী উদ্ধার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

ভূমধ্যসাগর থেকে শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়া। তুরস্কভিত্তিক গণমাধ্যম আনাদোলু এ তথ্য জানায়। তিউনিসিয়ার কর্তৃপক্ষ রোববার জানায়, ভূমধ্যসাগরে তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবির পর ১০৫ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসসাম এদ্দিন আল-জাবালি তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে বলেন, সতর্কতা উপেক্ষা করে ইউরোপের দিকে যাওয়ার সময় অভিবাসনপ্রত্যাশীদের বহন করা নৌকা ডুবে যায়। আল জাবালি বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিরা আফ্রিকান বংশোদ্ভূত। বহু বছর ধরে—আলজেরিয়া, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো এবং তিউনিসিয়াকে আফ্রিকার সাব-সাহারা অঞ্চলের বাসিন্দারা ইউরোপে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার করে আসছে। এ পন্থায় অনেকে সফল হলেও বেশিরভাগই নৌকাডুবিতে প্রাণ হারান অথবা ধরা পড়েন। আনাদোলু।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিউনিশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ