মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিউনিশিয়ার উপকূলে ভুমধ্যসাগরে একটি অভিবাসী বহন করা নৌকা ডুবে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নৌকাটি ডুবে যাওয়ার পর তিউনিসিয়ার কোস্টগার্ড পাঁচজন অভিবাসীকে উদ্ধার করেছে। তিউনিসিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার ইতালির ল্যাম্পাডুসায় পৌঁছাতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন ওই অভিবাসীরা। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি এবং আল জাজিরা। দেশটির নিরাপত্তা কর্মকর্তা আলী আয়ারি এক বিবৃতিতে জানান, এই অভিবাসীরা সবাই সাব-সাহারা আফ্রিকা অঞ্চলের বাসিন্দা। তিউনিসিয়ার বন্দর নগরী সফ্যাক্সের সমুদ্র উপকূল থেকে প্রায় ৬ মাইল দূরে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে প্রায় ৪৫ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে এখনো ২০ জনের মতো নিখোঁজ রয়েছেন। নৌকাটির জরাজীর্ণ অবস্থা ও অতিরিক্ত যাত্রী বোঝাই করে যাত্রা করায় সাগরে প্রবল বাতাসের ধাক্কায় ডুবে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে বলে জানান আলী আয়ারি। প্রতি বছর হাজার হাজার অভিবাসী ভূমধ্যসাগর পেরিয়ে তিউনিশিয়া এবং লিবিয়ার মূল পয়েন্ট ব্যবহার করে ইউরোপে ঢোকার চেষ্টা করে।
সঙ্ঘাত এবং দারিদ্র্যের কবলে পড়ে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অভিবাসন প্রত্যাশী মানুষের ইউরোপ পাড়ি জমানোর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ট্রানজিট পথ হয়ে উঠেছে তিউনিসিয়ার এই উপকূল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।