প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সঙ্গীতশিল্পী সালমা তার ক্যারিয়ারে পাঁচ হাজার গান করার লক্ষ্য নির্ধারণ করেছেন। এই ঘোষণা অনুযায়ী, এখন তিনি গান রেকর্ডিংয়ে ব্যস্ত সময় পার করছেন। নিজের চ্যানেল এবং অন্যান্য প্রতিষ্ঠানে প্রকাশের জন্য গান রেকর্ডিং করে যাচ্ছেন। সালমা বলেন, করোনার কারণে বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলাম। এই সময়ে পরিবারের সাথে সময় কাটিয়েছি। রেকর্ডিংয়ে ব্যস্ত থাকলে পরিবারকে সময় খুব কম দেয়া হয়। তাই বিরতির সময়টা কাজে লাগিয়েছি। এখন আবার রেকর্ডিং শুরু করেছি। সম্প্রতি প্রকাশ করেছিআকাশ মাহমুদের সুর ও সঙ্গীতে নতুন গান ‘রেজিস্ট্রার’। এর আগে ‘বান্ধিলাম ঘর’ নামে আরেকটি গান প্রকাশ করেছি। এছাড়া নতুন হাফ ডজন গানে কণ্ঠ দিয়েছি। এর মধ্যে রিপন মাহমুদের কথায় এবং রোহান রাজের সুর ও সঙ্গীতে দুটি গান রয়েছে। করেছেন রোহান রাজ। মোহাম্মদ আনোয়ার হোসেনের কথায় একটি দ্বৈত গান গেয়েছি। এর সুর ও সঙ্গীত করেছেন আহমেদ সজীব। গানটিতে সালমার সহশিল্পীও তিনি। জামাল হোসেনের কথায় ও রেজোয়ান শেখের সুর-সঙ্গীতে আরো দুটি গান গেয়েছি। সামনে আরও কয়েকটি নতুন গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে। সালমা বলেন, আরো অনেক গান তৈরি হয়ে আছে। আশা করছি, চলতি বছর ভালো কিছু গান উপহার দিতে পারবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।