Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিআরপি’র শীর্ষ পাঁচে ‘সর্বজয়া’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২১, ১২:০৩ এএম

ভারতীয় বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় এই সপ্তাহে বড় পরিবর্তন এসেছে। তালিকায় জায়গা করে নিয়েছে দেবশ্রী রায় অভিনীত ‘সর্বজয়া’। ‘মিঠাই’ এখনও শীর্ষে আছে, এরপর আছে ‘অপরাজিতা অপু’, আর তারপরই স্থান পেয়েছে ‘সর্বজয়া’। এর ফলে জনপ্রিয় ‘খড়কুটো’ শীর্ষ পাঁচ থেকে ছিটকে পড়েছে। ভারতের জাতীয় পুরস্কার বিজয়ী দেবশ্রী দীর্ঘদিন পর অভিনয়ে ফিরেছেন। তার ফেরা নিয়ে বেশ শোরগোল শুরু হয়, নেটিজেনদের এক অংশ প্রোমো প্রচার থেকে তার বয়স নিয়ে কটাক্ষ করতেও ছাড়েনি। অনেকে তাকে সমর্থন করলেও অভিনেত্রী বরাবর চুপ ছিলেন। ‘সর্বজয়া’তে আরও অভিনয় করছেন কুশল চক্রবর্তী। রুবেল দাশ এবং শ্বেতা ভট্টাচার্য অভিনীত ‘যমুনা ঢাকি’ তালিকায় চার নম্বরে রয়েছে। ভাল অবস্থান বজায় রাখতে পেরেছে নীল ভট্টাচার্য এবং তিয়াসা রায় অভিনীত ‘কৃষ্ণকলি’ শ্রীপর্ণা রায় এবং আনন্দ ঘোষের অভিনয়ে ‘কড়ি খেলা’ও ভাল অবস্থানে আছে। ‘খড়কুটো’ ছাড়া উপরোল্লিখিত সবগুলো ধারাবাহিক জি বাংলার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিআরপি

২০ ফেব্রুয়ারি, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ