Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিটিপি ইস্যুতে পাকিস্তানকে আশ্বস্ত করেছে তালেবান: শেখ রশিদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২১, ৭:৩৪ পিএম

আফগানিস্তানের তালেবানরা ইসলামাবাদকে আশ্বস্ত করেছে যে, পাকিস্তানের বিরুদ্ধে তারা নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) আফগানিস্তানে পরিচালনা করতে দেবে না। সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ এই তথ্য জানিয়েছেন।

ইসলামাবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু টিটিপি সদস্য যেমন মৌলভী ফকির মোহাম্মদকে তালেবানরা ১৫ আগস্ট কাবুল দখলের পর ছেড়ে দিয়েছে। পাকিস্তান সরকার এই ইস্যুতে তালেবানের সাথে ‘সম্পূর্ণ যোগাযোগ’ রেখেছে। পাকিস্তানে যারা সন্ত্রাস করেছে তাদের তালিকা সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। রশিদ বলেন, ‘তালেবানরা আমাদের আশ্বস্ত করেছে যে, তারা টিটিপিকে কোনোভাবেই আফগানিস্তানের ভূমি ব্যবহার করতে দেবে না।’ তিনি আরও বলেন, পাকিস্তান আফগানিস্তানে শান্তি চায় কারণ এক দেশে শান্তি অন্য দেশে শান্তির সাথে সম্পর্কিত।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, পাকিস্তান আফগানিস্তানে আগত সরকারকে টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবে। এফও মুখপাত্র বলেন, ‘টিটিপি কর্তৃক পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আফগান মাটি ব্যবহার করতে না দেয়ার বিষয়টি পাকিস্তান পূর্ববর্তী আফগান সরকারের কাছেও বলেছে এবং এটি নিশ্চিত করার জন্য কাবুলে আগত নতুন সরকারের কাছেও বিষয়টি উত্থাপন করবে।’

প্রসঙ্গত, গত জুলাই মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জন্য প্রস্তুত করা একটি প্রতিবেদন অনুসারে, আফগানিস্তান সীমান্তে টিটিপির প্রায় ৬ হাজার প্রশিক্ষিত যোদ্ধা রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে, ‘ক্রমবর্ধমান অবিশ্বাস সত্ত্বেও, টিটিপি এবং তালেবানরা মূলত আগের মতোই সম্পর্ক চালিয়ে যাচ্ছে।’ সূত্র : ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আফগানিস্তান-পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ