Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে এক শিশুকে ধর্ষণ চেষ্টা, শিশুর মাকে মারধর, ৮ জনের বিরুদ্ধে মামলা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২১, ৬:০০ পিএম

এক শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠেছে সিলেটে। ঘটনা ঘটেছে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁওয়ে (দক্ষিণপাড়া)। গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে জালালাবাদ থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন ওই শিশুর মা। পরে অভিযুক্ত যুবক লোকমান আহমদকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। সে নোয়াগাঁওয়ের সিরাজুল ইসলামের পূত্র। জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, গত ৪ জুন বিকালে পাওনা টাকা দেওয়ার কথা বলে ওই শিশুকে ঘরে ডেকে নিয়ে যায় লোকমান আহমদ। ওড়না দিয়ে দুই হাত বেঁধে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। কিন্তু শিশুটির চিৎকারে ধর্ষণে ব্যর্থ হন তিনি। এ ঘটনার জেরে লোকমান সহ মামলার অপর ৭ আসামি মারধর করেন শিশুটির মাকে।
ওসি নাজমুল হুদা খান আরোও বলেন, অভিযুক্ত লোকমানকে করা হয়েছে গ্রেফতার। শিশুটিকে ভর্তি করা হয়েছে ওসমানী হাসপাতালের ওসিসিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ চেষ্টা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ