Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাইয়ে শিশুকে ১শ টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা ঃ ধর্ষক আরিফ পলাতক

কাপ্তাই(রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২১, ২:৫০ পিএম

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার শিল্প এলাকার সেরেং কলোনীতে ৫বছরের এক শিশুকন্যাকে একশত টাকার প্রলোভন দেখিয়ে বৃহস্পতিবার (১৫এপ্রিল) রাত সাড়ে আটটায় ঘরের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে একই কলোনীতে বসবাসরত আলমগির হোসেন (সেটেলার) এর ছেলে মোঃ আরিফ হোসেন (১৮)। শিশুর মা অভিযোগ করেন আমি এবং আমার স্বামী রাতে তারাবীর নামাজ পড়তে গেলে এক পর্যায়ে আরিফ আমার শিশুকন্যা কে একশত টাকার প্রলোভন দেখিয়ে পাশের ঘরে নিয়ে প্যান্ট খুলে ধর্ষনের চেষ্টা করে। পাশের ঘর হতে মেয়ের চিৎকার শুনে আমি দৌড়ে গিয়ে মেয়ের এ অবস্থা দেখি। এসময় ধর্ষক আমাকে দেখে আমায় ধাক্কামেরে পালিয়ে যায়। তিনি আরো বলেন, গত নয়দিন পূর্বে আমার মেয়েকে উক্ত যুবক ধর্ষনের চেষ্টা করে। আমার মেয়েকে ধর্ষনের চেষ্টা করার অভিযোগ শুক্রবার (১৬এপ্রিল) কাপ্তাই থানায় গিয়ে শিশু ধর্ষের মামলা করি। এদিকে এলাকার ভুক্তভোগী অনেকই অভিযোগ করেন ধর্ষকের বড় ভাই আকাশ সেও বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় পাঁচ দিন পূর্বে পুলিশের হাতে আটক হয়ে রাঙ্গামাটি আদালতে হাজতবাস করতেছে। ধর্ষকের মা ও বাবা বিভিন্ন মামলায় আসামি হয়ে পলাতক রয়েছে বলে এলাকার ইউপি সদস্য আব্দুল আহাদ সেলিম জানান। কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, শিশুকে একশত টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষনের চেষ্টা করায় কাপ্তাই থানায় নারী ও শিশু ধর্ষনের মামলা হয়েছে। আসামি পলাতক রয়েছে আমরা তাকে আটক করার চেষ্টা করছি বলে উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ চেষ্টা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ