Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারবালার প্রান্তরে শাহাদাত, মিথ্যা থেকে সত্যকে স্পষ্ট করে দিয়েছিল

সিলেটে তালামীযের আশুরা শীর্ষক অনুষ্ঠানে বক্তারা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২১, ৯:১৩ পিএম

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান বলেন, ইমাম হুসাইন (রা.) কারবালার প্রান্তরে শাহাদাতের মধ্য দিয়ে সত্যকে মিথ্যা থেকে স্পষ্ট করে দিয়েছিলেন। যুগ যুগ ধরে যে সত্য লালন করছে মুমিন মুসলমান। অপরদিকে ইতিহাসের কাঠগড়ায় চরম ঘৃণিত হয়ে আসছে পাপিষ্ঠ ইয়াযীদ। ইমাম হুসাইন (রা.) এর আদর্শ মুমিনের ঈমানকে সমৃদ্ধ করে। ইমাম হুসাইন (রা.) স্বপরিবারে শাহাদাতবরণ করে পৃথিবীতে সত্যকে সমুন্নত করে গেছেন। তাঁর ঈমানী চেতনায় মুমিন হৃদয় উজ্জীবিত হয়। ২১ আগস্ট, আজ (শনিবার) সকাল ১১টায় সিলেট প্রেসক্লাবে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট সরকারি আলিয়া মাদরাসা আয়োজিত ‘কারবালার প্রেক্ষাপট : হুসাইনি আদর্শ ও আমাদের শিক্ষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

শাখা সভাপতি মো. আফজল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আরিফ উদ্দিন ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাওসুফের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউল হক চৌধুরী, সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুহাম্মাদ উসমান গণি, কেন্দ্রীয় অফিস সম্পাদক হোসাইন মোহাম্মদ বাবু। শাখা সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুমের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক পিয়ার হাসান, সহ-সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, সাংগঠনিক সম্পাদক এম. শামছ উদ্দিন, সিলেট (পূর্ব) জেলার সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, শাবিপ্রবির প্রচার সম্পাদক জুবেল আহমদ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা সাবেক সাধারণ সম্পাদক এজাজুল হক সুমন। আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড সভাপতি ময়নুল ইসলাম মুন্না, ৩নং ওয়ার্ড সভাপতি হোসাইন আহমদ, ১নং ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর আলম শাহরিয়া, ২৩নং ওয়ার্ড সভাপতি এহসান আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি ওলী উল্লাহ মুহা. নুমান, সহ-সাধারণ সম্পাদক ইমাদ উদ্দিন, প্রচার সম্পাদক এবাদুল হক, সহ-প্রচার সম্পাদক সাহেল আলী চৌধুরী, মো. আল আমিন, অর্থ সম্পাদক মো. আবুল হোসেন, প্রশিক্ষণ সম্পাদক সাইফুর রহমান রাজু, সহ-প্রশিক্ষণ সম্পাদক আশরাফুল হক চৌধুরী, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুমান আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাছিম রাব্বানী, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক কামিল আহমদ, শেখ আব্দুল লতিফ প্রমুখ।



 

Show all comments
  • মাহফুজুর রাহমান ২৩ আগস্ট, ২০২১, ৬:২০ এএম says : 0
    মাশাআল্লাহ, এমন সেমিনার মহল্লায় মহল্লায় হওয়া সময়ের দাবি
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ