মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উজবেকিস্তান থেকে দেড় শতাধিক আফগান শরণার্থীকে নিজ দেশে ফেরৎ পাঠানো হয়েছে। উজবেক পররাষ্ট্র মন্ত্রী আবদুল আজিজ কামিলভ শুক্রবার জানিয়েছেন, তালেবানের সঙ্গে শরণার্থীর বিষয়ে চুক্তির পর ওই পালিয়ে যাওয়া আফগানদের ফেরৎ পাঠানো হয়েছে। খবর আরব নিউজের।
তালেবান শরণার্থীদের জীবনের নিরাপত্তার ব্যাপারে পূর্ণ নিশ্চয়তা দেওয়ার পর তাদের আফগান ফেরৎ পাঠায় উজবেকিস্তান।
এক বিবৃতিতে উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয় এ সব কথা জানায়। এ পর্যন্ত কতজন আফগান শরণার্থী উজবেকিস্তানে আশ্রয় নিয়েছেন এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি দেশটি।
ফেরত পাঠানো আফগানদের মধ্যে উজবেক বংশোদ্ভূত উপজাতি নেতা আবদুর রশিদ দোস্তমও রয়েছেন কিনা এটি নিশ্চিত হওয়া যায়নি।
পৃথক আরেক বিবৃতিতে উজবেক পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আবদুল আজিজ কামিলভ আফগান পরিস্থিতি নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উইন্ডি শেরম্যানের সঙ্গে আলোচনা করেছেন। সূত্র : আরব নিউজ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।