Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় পদ্মা নদীর পানি বৃদ্ধিতে পানিবন্দি ৫০ হাজার মানুষ

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ৪:৩৯ পিএম

কুষ্টিয়ার পদ্মা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধির ফলে দৌলতপুর উপজেলার দুই ইউনিয়নের ৩৭টি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ এখন পানিবন্দি অবস্থায় রয়েছে। রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৯টি গ্রামের মধ্যে ১৭টি গ্রাম ও চিলমারী ইউনিয়নের ২০টি গ্রাম বন্যাকবলিত হওয়ায় গ্রামের মানুষ এখন পানিবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। বেড়েছে তাদের চরম দুর্ভোগ দুর্দশা।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানিয়েছে, হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে শুক্রবার (২০ আগস্ট) সকাল ৬টায় পদ্মা নদীর পানি বিপদসীমার আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর পাঁচ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। ফলে চরাঞ্চলের দুই ইউনিয়নের ৩৭টি গ্রাম বন্যা কবলিত হয়েছে। পানিবন্দি হয়ে রয়েছে ওইসকল গ্রামের অর্ধলক্ষ মানুষ। আগামী কয়েক দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শুক্রবার সকালে স্থানীয় সংসদ সদস্যসহ অন্যান্য জনপ্রতিনিধিরা পানিবন্দি গ্রামগুলো ঘুরে দেখেন। বন্যাকবলিতদের ত্রাণ সহায়তার বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, চরাঞ্চলের রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় অর্ধলক্ষ মানুষের ত্রাণ সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরে তালিকা প্রেরণ করা হয়েছে। তাৎক্ষনিকভাবে জেলা প্রশাসক স্যার এক মেট্রিক টন চাল ও নগদ তিন লক্ষ টাকা বন্যার্তদের জন্য বরাদ্দ করেছেন। সেগুলো যতদ্রুত সম্ভব বন্যার্তদের মাঝে পৌঁছে দেওয়া হবে।

এদিকে গেল কয়েক দিনের বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে-ঈশ্বরদীর পদ্মা নদীতে হু হু করে পানি বাড়ছে।

ঈশ্বরদীতে পদ্মার বিপদসীমা হচ্ছে ১৪ দশমিক ২৫ মিটার। আজ শুক্রবার সকাল ৬টায় পানির উচ্চতা মাপা হয়েছে ১৪ দশমিক ১৭ মিটার। অর্থাৎ বিপদসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে বর্তমানে প্রবাহিত হচ্ছে পদ্মার পানি।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিনই প্রায় সাত থেকে আট সেন্টিমিটার করে পানি বাড়ছে নদীতে। ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়ন আড়ামবাড়িয়া ও গোপালপুর নদীর তীরবর্তী এলাকায় ইতোমধ্যে বাঁধের ওপর দিয়ে পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে। এভাবে পানি বাড়লে আগামী দুই-তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা করছেন নদী পাড়ের মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কুষ্টিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ