বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলামকে বদলি করা হয়েছে সিলেট রেঞ্জে। অতিরিক্ত আইজিপি ড. মাইনুর রেজা চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ তথ্য।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৫ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে তাকে। ২৫ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২৬ আগস্ট থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবে তিনি। তবে তার বদলির কারণ জনস্বার্থ। তবে এখনো কোতোয়ালি মডেল থানায় নতুন কোনো ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়নি।
এর আগে, বুধবার (১৮ আগস্ট) রাতে ব্যানার অপসারণকে কেন্দ্র করে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীদের হামলা এবং তাদের ওপর আনসার সদস্যদের গুলিবর্ষণ নিয়ে উত্তপ্ত পরিস্থিতিতে ঘটনা ঘটলো এ বদলির।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৩১ জুলাই কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে যোগদান করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।