Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় আরও ৭ জনের মৃত্যু সিলেটে. শনাক্ত ৩২১

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ২:৫৩ পিএম

সিলেটে আরও ৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। গত চব্বিশ ঘন্টায় সংক্রমিত হিসেবে শনাক্তের সংখ্যা, সুস্থ হওয়াদের সংখ্যার চেয়ে প্রায় অর্ধেক। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের আজ শুক্রবার দুপুরে প্রদত্ত তথ্যানুসারে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টার মধ্যে করোনাক্রান্ত ৭ জন মারা গেছেন সিলেটে। এর মধ্যে ৬ জন সিলেটের, ১ জন সুনামগঞ্জের।

এনিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা এখন ৯৬০ জন। এর মধ্যে সিলেট মারা গেছেন ৭৮১ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৬৪ জন, মৌলভীবাজারের ৬৯ জন ও ৪৬ জন রয়েছেন হবিগঞ্জের। এছাড়া চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। আর সংক্রমণের শিকার হিসেবে শনাক্ত হয়েছেন ৩২১ জন। অর্থাৎ, সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যায় চেয়ে প্রায় দ্বিগুণ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৪ জন সহ সিলেট রয়েছেন ১৯৯ জন। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ৩৬ জন, মৌলভীবাজারের ৪৮ জন ও ৩৮ জন রয়েছেন হবিগঞ্জের। ১৩৪২ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত করা হয়েছে তাদেরকে। শনাক্তের হার ২৩ দশমিক ৯২ ভাগ।

সবমিলিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৫০ হাজার ৮৪১ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৪৩০৩ জনসহ সিলেট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৪৫৩ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন সুনামগঞ্জের ৫ হাজার ৮৭৮ জন, মৌলভীবাজারের ৭ হাজার ৩৯৭ জন ও ৬ হাজার ১১৩ জন হবিগঞ্জের।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, নতুন ৬১১ জনসহ বিভাগে সুস্থ হওয়াদের সংখ্যা এখন ৩৯ হাজার ৬৫৩ জন। বর্তমানে ৪৪৫ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন সিলেটের বিভিন্ন হাসপাতালে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ