বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত শুক্রবার রাতে মাছ ধরার ট্রলারে ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় রাত দেড়টার দিকে সাগরে ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো ১৪ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অপরদিকে, এ পর্যন্ত ১৫জন রোহিঙ্গা জীবিত উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত লাশটি হলো, ভাসানচর ক্যাম্পের ৬১নং ক্লাস্টারের ফজল আহমদের ছেলে ইমাম হোসেন (১১)। এ নিয়ে লাশ উদ্ধারের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাতে পুলিশ, এপিবিএন ও কোস্টগার্ড ভাসানচরের দক্ষিণ—পূর্ব কর্নারে তিন নম্বর খালেরপাশ থেকে নিহতের লাশ উদ্ধার করে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।