বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রামুর পানিরছড়া এলাকা থেকে ৫০ রাউন্ড গুলি ও ২৫ রাউন্ড তাজা কার্তুজ’সহ দুই অস্ত্র চোরাচালানকারী’কে আটক করেছে র্যাব ১৫।
বৃহস্পতিবার (১৯ আগষ্ট) দুপুরে রামুর পানিরছড়া মামুন মিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করেন। আটক দুইজন হলেন, চট্টগ্রামের পটিয়ার জঙ্গলখাইন এলাকার মৃত কাজি ফজলুল হকের ছেলে ইসকান্দারুল হক (৩০) এবং রামুর রশিদনগরের ধলিরছড়া এলাকার আবুল হোসেনের ছেলে সরওয়ার কামাল (৩১)।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামীরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ অস্ত্র সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছিল। বলে স্বীকার করেন। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।