Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম সিনেমায় কাজ করে আমি খুবই সন্তুষ্ট-চুমকি

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২০ আগস্ট, ২০২১, ১২:০৫ এএম

অভিনেত্রী ফারজানা চুমকি প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করেছেন। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমাটির নাম ‘পাপ পূণ্য’। করোনার কারণে সিনেমাটি মুক্তি অনিশ্চিয়তা দেখা দিয়েছে। এতে চুমকি ছাড়াও অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সিয়ামসহ আরো অনেকে। তবে প্রথম সিনেমা মুক্তি নিয়ে চুমকি অধীর অপেক্ষায় রয়েছেন। চুমকি বলেন, ‘পাপ পূণ্য আমার অভিনীত প্রথম সিনেমা। এতে চঞ্চল চৌধুরীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছি। প্রথম সিনেমা হিসেবে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। খুব ভালোভাবে আমরা সবাই একেবারেই একটি পরিবারের মতো কাজ করেছি। চলচ্চিত্র নির্মাতা হিসেবে দর্শকের গিয়াস উদ্দিন সেলিমের গ্রহনযোগ্যতা রয়েছে। তার নির্মিত মনপুরা, স্বপ্নজাল দর্শকনন্দিত হয়েছে। আশা করছি, পাপ পূণ্যও দর্শক গ্রহণ করবে। উল্লেখ্য, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সারা বাংলাদেশের দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিলো। তবে ‘স্বপ্নজাল’ সেই তুলনায় সাড়া ফেলতে পারেনি। ‘পাপ পূণ্য’ কেমন সাড়া ফেলবে তাই এখন দেখার বিষয়। ১৯৯৯ সালে লাক্স আনন্দধারায় ফারজানা চুমকি প্রথম রানার্স আপ হয়েছিলেন। তার অভিনীত প্রথম নাটক ছিলো সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘জীবন যেখানে যেমন’। তার স্বামী মীর সাব্বিরের সঙ্গে তিনি প্রথম অভিনয় করেন খায়রুল বাশারের পরিচালনায় ‘হৃদয়ে বসিত’। তিনি পিন্টুর নির্দেশনায় একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে প্রথম কাজ করেন। এদিকে চুমকি এরইমধ্যে তারিক আনাম খান ও নির্মা রহমানের পরিচালনায় ‘গুলশান এভিনিউ টু’ ধারাবাহিকে নিয়মিত কাজ করছেন। ১৯৯৯ সাল থেকে চুমকি ‘ঢাকা থিয়েটার’র হয়ে মঞ্চে অভিনয় করছেন। মঞ্চে তার অভিনীত নাটক হচ্ছে ‘যৈবতী কইন্যার মন’,‘ হাত হদাই’, ‘বন পাংশুল’ ‘প্রাচ্য’ ইত্যাদি। সর্বশেষ চুমকি ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’-এ অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুমকি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ