Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ্রামীণফোনের ডিপি হাউজ পরিদর্শনে মেহের আফরোজ চুমকি

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব : মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গতকাল (বৃহস্পতিবার) গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজ পরিদর্শন করে প্রতিষ্ঠানটি নারীবান্ধব বিভিন্ন উদ্যোগ ও নীতি সম্পর্কে ধারণা অর্জন করেন। তিনি গ্রামীণফোনের একদল নারী কর্মীর সঙ্গে কথা বলেন এবং একটি সহায়ক কর্মস্থল গড়ে তুলতে গ্রামীণফোনের প্রচেষ্টা ও কর্মক্ষেত্রে নারী-পুরুষের সমতাকে সমর্থনকারী নীতিমালার প্রশংসা করেন। প্রতিমন্ত্রীকে কোম্পানির অত্যাধুনিক ডে-কেয়ার সেন্টারসহ প্রধান কার্যালয়ের বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখানো হয়। এ সময় গ্রামীণফোনের সিএমও ইয়াসির আজমান, চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন এবং চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মোহাম্মদ শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রামীণফোনের ডিপি হাউজ পরিদর্শনে মেহের আফরোজ চুমকি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ