প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নাট্যাঙ্গনের প্রিয় মুখ ফারজানা চুমকি এক বছর বিরতির পর আবারো মঞ্চে ফিরছেন শহীদুজ্জামান সেলিম পরিচালিত একটি নাটক দিয়ে। জাহাঙ্গীর নগর বিশ^বিদ্যালয়ের শিক্ষক আনন জামানের রচনায় ও শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটকের মধ্যদিয়ে চুমকি মঞ্চে ফিরবেন। চুমকি জানান, এরইমধ্যে অনলাইনে নাটকটির রিহার্সেলে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। তবে কবে নাগাদ নাটকটির মঞ্চায়ন হবে তা এখনো চূড়ান্ত হয়নি। কারণ অনলাইনে রিহার্সেল ঠিকই চলছে। কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মঞ্চে এই নাটক প্রদর্শনীর সুযোগ থাকছেনা। শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় মঞ্চে অভিনয় করা প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, ‘এবারই প্রথম মঞ্চ নাটকে অভিনয় করছি। যেহেতু সেলিম ভাই একজন গুণী অভিনেতা, তাই অভিনয় করার সময় চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে কোথায় কী করতে হবে তা বেশ ভালোভাবে বুঝিয়ে দেন। সেক্ষেত্রে আমার মতো যারা অভিনয় করছেন এই মঞ্চ নাটকে তাদের জন্য বেশ সুবিধা হয়। নাট্যদল ‘ঢাকা থিয়েটার’ থেকেই নাটকটির মঞ্চায়ন হবে। উল্লেখ্য, লাক্স তারকাভিনেত্রী হিসেবে মিডিয়াতে চুমকির পথচলা শুরু। ১৯৯৯ সালে ‘লাক্স আনন্দধারা’ ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন চুমকি। এরপর তিনি নিজেকে নাট্যদল ‘ঢাকা থিয়েটার’র সাথে সম্পৃক্ত করেন। এই দলের হয়ে তিনি বিভিন্ন সময়ে ‘যৈবতী কইন্যার মন’, ‘বন পাংশুল’, ‘হাত হদাই’, ‘প্রাচ্য’ নাটকে অভিনয় করেন। সর্বশেষ গত বছর তিনি একটি নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম নাটক ছিলো সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়ম- পরিচালিত ‘জীবন যেখানে যেমন’। তার প্রথম বিজ্ঞাপন ছিলো পিন্টু পরিচালিত ‘উইন্টার গার্ড লিপজেল’।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।