বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিষপানে পয়ষট্টি উর্দ্ধ বয়সী অজ্ঞাত এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলা শহরের ভূমি অফিস সংলগ্ন কাচারী মাঠ প্রাঙ্গনে।
অজ্ঞাত ওই বৃদ্ধের নাম পরিচয় এখনো জানা যায়নি।
এতথ্য জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা এরশাদুল হক।
তিনি জানান, বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে অজ্ঞাত ব্যক্তিকে উপজেলা শহরের ভূমি অফিস সংলগ্ন কাচারী মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে অটোরিকশা যোগে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
তিনি আরও জানান, অজ্ঞাত ওই বৃদ্ধের মুখে ও শরীরে বিষের দুর্গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বিষ পানেই তিনি আত্মহত্যা করেছেন। লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও ঐ মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।