রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের দাবিতে সোয়েব হোসেন (২৮) নামের এক যুবক তার প্রেমিকা রুপা আক্তার (২০)-এর বাড়িতে গত বুধবার সকাল থেকে অনশন করে আসছিলো। দু’দিনেও দাবি না মানায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় সোয়েব তার প্রেমিকা রুপার সামেন বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ সোয়েবকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় সোয়েব মারা যায়। গতকাল (শুক্রবার) সকালে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। নিহত সোয়েব উপজেলার সোনাপুর ইউনিয়নের বখা রাখালীয় গ্রামেরর মৃত মনির আহম্মেদ পাটোয়ারীর ছেলে ও রুপা উপজেলার চরমোহনা ইউনিয়নের ছানা উল্ল্যার মেয়ে। সোনাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্বাস মিয়া ও স্থানীয় চেয়ারম্যান ইউসুফ জালাল কিসমত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলে ও মেয়ে দুই ইউনিয়নের হলেও তারা পাশাপাশি গ্রামের বাসিন্দা। ছানা উল্ল্যার মেয়ে রুপার সঙ্গে প্রায় ৩-৪ বছর ধরে মৃত মনির আহম্মেদের ছেলে সোয়েবের সঙ্গে প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রায় সময় ছেলেটি ওই বাড়ীতে আসা-যাওয়া করত। কয়েক মাস ধরে সোয়েব রুপাকে বিয়ের জন্য চাপ দিলে রুপা নানা তালবাহানা করে। বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ায় গত বুধবার সোয়েব প্রেমিকা রুপাদের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে আমরণ অনশন শুরু করে। দাবি না মানায় বৃহস্পতিবার সন্ধ্যায় সোয়েব তার সামনে বিষপান করে আত্মহত্যা করে। এ ঘটনায় রুপার সাথে একাধিকবার যোগাযোগ করলেও রুপা ও তার অভিভাবকরা কোন মন্তব্য করতে রাজি হয়নি। রায়পুর থানার এএসআই আক্তার হোসেন বলেন, বিষপান অবস্থায় সোয়েবকে প্রেমিকা রুপার বাড়ীতে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বিষয়টি ওই থানার দায়িত্ব পরে। লক্ষ্মীপুর সদর থানার (ওসি) আব্দুল্লাহ আল মানুম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।