Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বিষপানে আত্মহত্যার চেষ্টা

প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক স্কুল শিক্ষিকা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। জানা গেছে, উপজেলার হরিণবিষ্কা গ্রামের রজব আলীর মেয়ে এবং বলিয়াডাইং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা রাজিয়া সুলতানার (২৫) সঙ্গে গোদাগাড়ী পৌর এলাকার জাহানাবাদ মেলাপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩০)-এর প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি আশরাফুল ইসলাম অন্য এক নারীকে বিয়ে করেন। পরে ওই স্কুল শিক্ষিকার সঙ্গে যোগাযোগ বন্ধ করে ইলেক্ট্রনিক্সের কাজে তিনি ঢাকায় চলে যান। গতকাল সোমবার ভোরে ওই স্কুল শিক্ষিকা আশরাফুলের বাড়িতে গিয়ে বিষয়টি জানতে পারেন। এ সময় তিনি আশরাফুলের বাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালান। এরপর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা সকাল ৭টার দিকে তাকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে রাজিয়া সুলতানা সেখানেই চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ জানান, আশরাফুল ইসলামের দাবি ওই শিক্ষিকাই তাকে জোর করে বিয়ে করতে চান। এ বিষয়ে তার কোনো আগ্রহ নেই। ৬ মাস আগে আশরাফুলই শিক্ষা কর্মকর্তার দপ্তরে ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন। স্কুল শিক্ষিকা রাজিয়া সুলতানার দাবি, বিয়ের প্রলোভন দিয়ে আশরাফুল ইসলাম তার কাছ থেকে নানা সুবিধা নিয়েছেন। তিনি আশরাফুলকে একটি মোটরসাইকেলও কিনে দিয়েছেন। ইতিপূর্বে আশরাফুল গোদাগাড়ীর সুলতানগঞ্জ এলাকার পপি খাতুন এবং রাজশাহীর কাটাখালি এলাকার আয়েশা খাতুন নামে দুই নারীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করেছেন বলে জানা গেছে। এ নিয়ে কথা বলতে গতকাল সোমবার দুপুরে আশরাফুলের মোবাইলে বার বার ফোন করা হলেও তিনি ধরেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিষপানে আত্মহত্যার চেষ্টা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ