মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সুনন্দা পুষ্কর মৃত্যু মামলা থেকে মুক্ত হলেন কংগ্রেসের সংসদ সদস্য শশী তারুর। গতকাল বুধবার দিল্লির একটি আদালত ওই মামলার সমস্ত অভিযোগ থেকে তাকে মুক্ত করেছেন।
২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির একটি অভিজাত হোটেল থেকে উদ্ধার করা হয় তারুরের স্ত্রী সুনন্দার মৃতদেহ। তারপর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তিরুঅনন্তপুরমের সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে দিল্লি পুলিশ।
সেই সময় মেডিক্যাল রিপোর্টে সুনন্দার শরীরে মাদকের উপস্থিতির কথা বলা হয়েছিল। খুনের ষড়যন্ত্রের বিষয়টি উঠে এলেও, আত্মহত্যা ধরে নিয়েই মামলা দায়ের করে পুলিশ।
শশী তারুর বিরুদ্ধে ভারতীয় দÐবিধির ৪৯৮এ (পারিবারিক হিংসা) এবং ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) ধারায় অভিযোগ আনা হয়েছিল। এই অভিযোগগুলো থেকেই গতকাল তিনি মুক্তি পেলেন।
এত বছর পর স্ত্রীর মৃত্যু মামলা থেকে মুক্তি পেয়ে খুশি সংসদে বাগ্মী হিসাবে পরিচিত তারুর। আদালতের রায়ের পর তিনি বলেছেন, ‘আদালতকে ধন্যবাদ। সাড়ে সাত বছর ধরে চরম নির্যাতন চলেছে। রায়ের প্রশংসা করছি।’ সূত্র : নিউজ ১৮, হিন্দুস্থান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।