মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘আলীগড়’ কোথায়? যে কাউকে এই প্রশ্নটি করা হলে জবাব পাওয়া যাবে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে। কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হওয়ার পর ব্রিটিশ শাসনামলে আলীগড়ের নাম ছড়িয়ে পড়ে। আলীগড় একটি জেলা হলেও বিশ্ববিদ্যলয় নামেই সবচেয়ে বেশি পরিচিত।
ঐতিহাসিক আলীগড় নামে ছুরি চারাতে যাচ্ছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাতের সরকার। সম্প্রতি ‘আলীগড়’-এর নাম বদলে ‘হরিগড়’ করার প্রস্তাব রাখা হয়েছে যোগী সরকারের কাছে। এই নাম বদলের প্রস্তাব রাখা হয়েছে আলিগড় পঞ্চায়েতের তরফে। এর আগে এলাহাবাদের নাম বদল করে রাখা হয়েছে প্রয়াগরাজ এবং মুঘলসরাইয়ের নাম বদল করে রাখা হয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশন।
আলীগড় জেলা পঞ্চায়েতের প্রধান বিজয় সিং একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘গত ১৬ আগস্ট জেলা পঞ্চায়েত বোর্ডের একটি বৈঠক হয়। এই বৈঠকে কিছু প্রস্তাব পাশ হয়েছিল। এরমধ্যে প্রথম প্রস্তাব ছিল আলীগড়ের নাম পরিবর্তন করা। সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়। আমরা এই প্রস্তাব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে পাঠিয়েছি। আশাকরি এই প্রস্তাবে সম্মতি দেবেন তিনি।’
এই নাম পরিবর্তনের জন্য উল্লেখযোগ্য ভ‚মিকা পালন করেন বøক পঞ্চায়েত নেতা খড়ি সিং এবং উমেশ যাদব। প্রসঙ্গত, ২০১৯ সালে যোগী আদিত্যনাথ ইঙ্গিত দিয়েছিলেন রাজ্যের বেশ কিছু জায়গার নাম পরিবর্তন করা হতে পারে। তিনি বলেছিলেন, ‘আমরা যা ভালো মনে হচ্ছে সেই পথে হাঁটছি। যদি প্রয়োজন মনে হয়, সরকার আবার নাম পরিবর্তন করার কথা চিন্তা করবে।’ সূত্র : ডেকান হেরাল্ড, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।