Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আলীগড় বিশ্ববিদ্যালয়ে গুলিতে ছাত্রের প্রাণহানি

প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে গত শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্র প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। এই ঘটনার অভিযোগ জানাতে শনিবার ওই ছাত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ে ছুটে যান। এই খবর পেয়ে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে জড়িয়ে পড়ে পক্ষে বিপক্ষের দুটি গোষ্ঠী। এ ঘটনার জের ধরে শনিবার রাতে প্রক্টরের অফিসের কাছে গুলিতে এক ছাত্র নিহত হন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পসে কয়েকটি জিপ ও মোটর বাইকে ভাঙচুর চালায়। তারা এক পর্যায়ে প্রক্টরের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে শনিবার রাতেই ক্যাম্পাসে পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, একসময় মুসলিম বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছিল আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আলীগড় বিশ্ববিদ্যালয়ে গুলিতে ছাত্রের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ