বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট। সবুজাভ প্রকৃতিকে কাজে লাগিয়ে দেশী বিদেশী উদ্যোক্তাদের বিনিয়োগে গড়ে তোলা হয়েছে ছোট বড় পর্যটন স্পট। স্থানীয় অর্থনীতির অন্যতম খাত এখন সিলেটের পর্যটন শিল্প। কিন্তু ঊর্ধ্বগামী পর্যটন শিল্পের বিকাশে কামড় বসায় করোনা। এতে মাথায় হাত উঠে বিনিয়োগকারীদের। সেই সাথে এ শিল্পের সাথে জড়িতদের জীবন জীবিকা পড়ে হুমকির মুখে। অবশেষে কাল বৃহস্পতিবার থেকে সিলেট জেলার সকল হোটেল-মোটেল রিসোর্টসহ সকল পর্যটন কেন্দ্র খুলে দেয়ার খবরে সংশ্লিষ্টদের মধ্যে সঞ্চার ঘটেছে নতুন আশার।
একই সাথে সংশ্লিষ্টরা হাত খুলে নেমে পড়েছেন পর্যটক বান্ধব পরিবেশ প্রতিবেশ ঘষে মেজে পরিষ্কারে। এছাড়া নগরীর বিভিন্ন আবাসিক হোটেল মোটেল গেস্ট হাউস ঘুরে দেখা গেছে পরিষ্কার-পরিচ্ছন্নের। অতিথিদের উপভোগ্য করে তোলতে সকল ধরণের প্রস্তুতি নিচ্ছেন তারা। পর্যটন কেন্দ্র খোলার খবরে উৎফুল্ল ভাব ছড়িয়ে পড়েছে বিনোদন প্রেমীদের মনে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘ সাড়ে ৪ মাস পর সিলেটের পর্যটন কেন্দ্রসহ হোটেল মোটেল গেস্ট হাউস বন্ধ থাকায় বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। এবার সব কিছু খুলে দেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সরকারি বিধি-নিষেধ মেনে ব্যবসা পরিচালনা করার অঙ্গিকার করেন ব্যবসায়ীরা। সিলেটের সকল পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় পর্যটকেরা বেড়াতে আসলে পর্যটন ব্যবসায়ীরা তাদের দৈনন্দিন খরচগুলো তুলতে সক্ষম হবে বলে আশা করছেন।
এর আগে, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের ১৮ মার্চ সিলেটের সব পর্যটন স্পট বন্ধের ঘোষণা দেয় জেলা প্রশাসন। এর ছয়মাস পর গত ৯ সেপ্টেম্বর ২৫ শর্তে এসব পর্যটনকেন্দ্র ও রিসোর্ট সেন্টার খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর আবার গত গত ১ এপ্রিল থেকে সিলেটের সকল পর্যটন কেন্দ্র নির্দেশনা দেয়া হয় বন্ধ রাখার। এই নির্দেশনার পরপরই বন্ধ হয়ে যায় সিলেটের সকল পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল-গেস্ট হাউস।
এদিকে, করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়া, লকডাউন খুলে দেওয়া এবং জনজীবনের আর্থিক অবস্থার কথা বিবেচনায় আগামী ১৯ আগস্ট থেকে শর্তসাপেক্ষে সিলেটের সকল পর্যটনকেন্দ্র ও হোটেল-মোটেল-গেস্ট হাউস খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, সরকারি নির্দেশনায় শর্তসাপেক্ষে সীমিত পরিসরে বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে জেলার সকল পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল এবং গেস্ট হাউস উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে পর্যটকরা পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ করতে পারবে এবং অবশ্যই সরকারি নির্দেশনা মেনে চলতে হবে জনসাধারণকে। পর্যটকদের সরকারি নির্দেশাবলীর প্রতি দিতে হবে বিশেষ গুরুত্ব। পর্যটনকেন্দ্র ও হোটেল মোটেলে অবস্থানরত পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে করতে হবে চলাচল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।