Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ছিনতাইকারী বুস্টার জামাল ৫ সহযোগীসহ গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৫:২৭ পিএম

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী মোঃ জামাল ওরফে বুস্টার জামাল (৩৫) পুরো দলসহ গ্রেফতার হয়েছে। অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে বুধবার ভোরে ৫ সহযোগীসহ তাকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।

গ্রেফতার জামাল কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার বদলদা বাজারের জিরুইন গ্রামের আব্দুল জলিলের ছেলে। গ্রেফতার বাকিরা হলেন- মোঃ তুফান (২৫), মোঃ আরিফ হোসেন (২৫), মোঃ লিটন ওরফে সুমন (৩৫), মোঃ আনোয়ার হোসেন (৩০) এবং মোঃ হানিফ (৩২)।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বুস্টার জামাল চট্টগ্রামের অন্যতম শীর্ষ ছিনতাইকারী। তার গ্রুপ বুস্টার গ্রুপ নামে পরিচিত। তার গ্রুপের সবাই অন্য পেশার ফাঁকে ছিনতাই, ডাকাতি ও চুরি করে। তাদের কেউ রিকশা চালক, কেউ সিএনজি চালক। তারা দিনভর গাড়ি চালান। রাতে আর ভোরে ছিনতাই, চুরি ও ডাকাতি করেন। তারা গ্রিল কেটে দোকানও ডাকাতি করেন।

তারা আগ্রাবাদ নালাপাড়া গলির মুখে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলেও ধাওয়া দিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা, একটি কাটার, একটি প্লাস, একটি রেঞ্চ এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুস্টার জামাল জানান, তারা চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপ‚র্ণ স্থানে অটোরিকশা নিয়ে ঘুরে। এরপর টার্গেট নির্ধারণ করে। পরিকল্পনা করে ছিনতাই কিংবা ডাকাতি করে পরে এই অটোরিকশা নিয়ে পালিয়ে যান তারা। গ্রেফতার জামালের বিরুদ্ধে ৫টি, তুফানের বিরুদ্ধে ৩টি, লিটনের বিরুদ্ধে ৫টি, আনোয়ারের বিরুদ্ধে ৩টি এবং হানিফের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ