Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ইউরিয়া সার নিয়ে নয়ছয় ঃ ডিলাররা শুধু ডিও বিক্রি করে ...

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ৩:১৫ পিএম

বগুড়ায় ভরা আমন মওসুমে ইউরিয়া সার নিয়ে নয়ছয় শুরু হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে ৫০ / ১০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে ইউরিয়া সার।
আমন চাষীদের অভিযোগ,খুচরা পর্যায়ে এক বস্তা ইউরিয়া সার কিনতে হচ্ছে ৫০ থেকে ১০০ টাকা বেশি দরে কিনতে হচ্ছে। ইউরিয়া সারের দাম বৃদ্ধির কারণ কি জানতে চাইলে বগুড়া সদরের একজন সার ডিলার জানান, বগুড়া সদরে চাহিদার তুলনায় সার দেওয়া হয়েছে জানতে চাইলে অর্ধেক । তিনি বলেন , তিনি নিজে বরাদ্দ পেয়েছেন ৩৪ মেট্রিক টন । অথচ তার এলাকায় সারের চাহিদা রয়েছে ৫০/ ৬০ টন ।

চাহিদার তুলনায় এত কম বরাদ্দ হলে দামতো বাড়বেই । তিনি জানান, বগুড়া সদরের তিনমাথায় বিসিআইসি নিয়ন্ত্রিত সারের বাফার গোডাউনে দ্রæত ডেলিভারি এবং উন্নতমানের সারের বস্তা নিতে দিতে হয় বস্তা প্রতি ১০ টাকা । এরপর আছে ক্যারিং সব মিলিয়ে ডেরিভারি পয়েন্টে সার পৌঁছাতে বস্তাপ্রতি ৭০০ টাকার সার বেড়ে দাঁড়ায় ৭২৫ টাকা । তারা এই সার বিক্রি করেন ৭৫০ টাকা ।
কুচরা পর্য়ায়ে সেটা হয়তো আরেকটু বেশি দামে বিক্রি হয ।

এদিকে বিএডিসি পর্যায়ে খোঁজ নিয়ে জানা যায় , বগুড়ায় ১০৯ টি ইউনিয়নের বিপরীতে সারের ডিলারশিপ আছে ১৬৮ জন । এই ১৬৮ জন সার ডিলার যদি তাদের বরাদ্দ এলাকায় ডেলিভারি পয়েন্টগুলোতে নিয়ম মাফিক সার বিক্রয় করে তাহলে সার নিয়ে কৃষকের কোন সমস্যা হওয়ার কথা নয় ।
তবে প্রাথমিক অনুসন্ধানে দেখা যায় বগুড়ায় দীর্ঘদিন ধরে যাদের নামে সারের ডিলারশিপ দেওয়া হচ্ছে তাদের কেউই প্রকৃত সার ব্যবসায়ী নয়। রাজনৈতিক বা অন্যান্য প্রভাব খাটিয়ে তারা সারের ডিলারশিপ ধরে রেখে শুধু ডেলিভারি অর্ডার (ডিও) বিক্রি করেই কামিয়ে নিচ্ছে মুনাফা। একটি অর্থশালী ব্যবসায়ী চক্র সার ডিলারদের কাছ থেকে ডিও কিনেই প্রতিবছর হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা । এতে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন উৎপাদক চাষিরা ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিলার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ