Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী কে হচ্ছেন?

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১১:০৫ এএম

ব্যাপক দুর্নীতিকে কেন্দ্র করে ২০১৮ সালের নির্বাচনে ৬০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ইউএমএনও দলের পতনের পর থেকে মালয়েশিয়াতে রাজনৈতিক অস্থিরতা চলছে৷ ওই সময় মাহাথির মোহাম্মদের নেতৃত্বে বিরোধী জোট নির্বাচনে জিতলেও অন্তর্কলহের কারণে জোটটি টেকেনি৷ পরে ইউএমএনওসহ নির্বাচনে হারা কয়েকটি দলকে সাথে নিয়ে একটি জোট গড়তে সক্ষম হন মহিউদ্দিন ইয়াসিন৷

কিন্তু ওই জোটও বেশ ভঙ্গুর ছিল, বিশেষ করে ইউএমএনও-র সঙ্গে অন্য দলগুলোর বনিবনা হচ্ছিল না৷ ফলে দায়িত্ব গ্রহণের মাত্র ১৭ মাসের মাথায় সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন পদত্যাগ করেন৷ ৷


দেশটিতে দীর্ঘদিন ধরে চলা অর্থনৈতিক ও করোনাকেন্দ্রিক স্বাস্থ্য সঙ্কটের কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে এই সিদ্ধান্ত নেন তিনি৷ তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ইয়াসিন৷

দেশটির সাংবিধানিক রাজা আল-সুলতান আব্দুল্লাহ মঙ্গলবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন৷ করোনার কারণে নতুন নির্বাচনের সম্ভাবনা তিনি আগেই উড়িয়ে দিয়েছিলেন৷ তবে নতুন একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি৷

রাজার ফরমান মেনে দেশটির পার্লামেন্ট মঙ্গলবার প্রত্যেক এমপিকে তাদের পছন্দ অনুযায়ী একজনের নাম প্রধানমন্ত্রী হিসেবে প্রস্তাব করার আহ্বান জানানো হয়েছে৷

সংখ্যাগরিষ্ঠ সাংসদরা যাকে চাইবেন, তাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হবে বলেও জানিয়েছেন রাজা৷ তবে দেশটির রাজনৈতিক চিত্রও বদলাতে হবে বলে মত দিয়েছেন তিনি৷

‘বিষয়টি শুধু নতুন প্রধানমন্ত্রী নিয়োগ নয়, বরং রাজার কাছে তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনীতির এমন এক ধারা চালু করা যা জনগণের জন্য শান্তিপূর্ণ,’ রাজা আল-সুলতান আব্দুল্লাহর সঙ্গে সাক্ষাৎ শেষে বলেন দেশটির বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম৷

উল্লেখ্য, প্রধানমন্ত্রী পদে অন্যতম দাবিদার হলেন আনোয়ার ইব্রাহিম। সূত্র : ডয়চে ভেলে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মালয়েশিয়া

৯ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ