Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিয়ারা আডবানি কি ধনী?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০২১, ১২:০২ এএম

ওটিটিতে ‘শেরশাহ’র সাফল্য পুরো উপভোগ করছেন কিয়ারা আডবানি। সিদ্ধার্থ মালহোত্রার পাশাপাশি তার পারফরমেন্স প্রশংসিত হচ্ছে সংবাদ মাধ্যমে। বলিউডের এই সুন্দরিকে নিয়ে স্বভাবতই গুগলে হাজার প্রশ্ন। এর মধ্যে একটি হল কিয়ারা আডবানি কি ধনি? অভিনেত্রী এর জবাব দিয়েছেন খুব বুদ্ধির সঙ্গে। তিনি জানিয়েছেন মূল্যবোধ, সংস্কৃতি আর আবেগে তিনি ধনী। আরেক প্রশ্ন হল তিনি কেন তার আসল নাম আলিয়া বদলে কিয়ারা হয়েছেন। তিনি জানান নিজের পরিচয়ে তিনি পরিচিত হতে চেয়েছেন, আলিয়া ভাটের সঙ্গে তাকে কেউ মিলিয়ে ফেলে এমন চাননি। স্বজনদের কাছে তিনি আলু, আলস নামে পরিচিত আর ভক্তদের অনেকে তাকে শুধু ‘কি’ বলে থাকে। ‘শের শাহ’তে কিয়ারা আর সিদ্ধার্থ প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন; বাস্তবেও তাদের নিয়ে গুঞ্জন আছে। দুজনেই এই সম্পর্কের কথা অবশ্য স্বীকার করেন না। ‘শেরশাহ’র পর কিয়ারাকে কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুল ভুলাইয়া’ ফিল্মে দেখা যাবে; হরর কমেডিটি পরিচালনা করেছেন আনিস বাজমি। এছাড়া তিনি ফ্যামিলি ড্রামা ‘জাগ জাগ জিয়ো’তে অভিনয় করছেন বরুণ ধাওয়ান, অনিল কাপুর এবং নীতু কাপুরের সঙ্গে; এই ফিল্মটি পরিচালনা করেছেন রাজ মেহতা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ