Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কৃষ ৪’-এ হৃতিকের নায়িকা কিয়ারা আডবানি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২০, ১২:০৪ এএম

‘কহো না পেয়ার হ্যায়’ দিয়ে হৃতিক রোশনের অভিনয়ে অভিষেক। ফিল্মটি ব্লকবাস্টার হলেও হৃতিকের ‘কৃষ’ সিরিজের ফিল্মগুলো তাকে বিশেষ এক অবস্থানে নিয়ে গেছে। এখন হৃতিক ভক্তরা সিরিজে চতুর্থ পর্বের অপেক্ষায় আছে। ফিল। মটির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তার বাবা রাকেশ রোশন এরই মধ্যে চিত্রনাট্যের কাঠামো তৈরি করে ফেলেছেন। জানা গেছে রাকেশ এই প্রজন্মের কোনও অভিনেত্রীকে ফিল।মটির নায়িকা করবেন। এক সূত্র বলেছে : “তারা ‘কৃষ ৪’-এর জন্য কিয়ারা আডবানিকে চাইছে। ফিল্মটিতে দুজন নায়িকা থাকবে। কথা ছিল প্রধান নায়িকা হবেন কৃতি সানোন। কিন্তু তার ডেট সমস্যার কারণে তাকে নেয়া যাবে বলে মনে হয় না, তিনি পাঁচটি ফিল।মে কাজ করার জন্য চুক্তিবদ্ধ আছেন। এর পরই আসেন কিয়ারা তার সৌন্দর্য আর অভিনয় দক্ষতা সম্পর্কে নির্মাতারা নিশ্চিত। এছাড়া হৃতিকের সঙ্গে তার জুটিও হবে একেবারে আনকোরা। জানা গেছে রোশনরা কিয়ারার সঙ্গে আলাপ চালিয়ে যাচ্ছে, চূড়ান্ত হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।” হৃতিকের গত বছরের ‘ওয়ার’ ছিল তার ক্যারিয়ারে সবচেয়ে সফল ফিল্ম; এটি ৩০০ কোটি রুপির বেশি আয় করেছে। সম্প্রতি জানা গেছে টম হিডলস্টন অভিনীত ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ অবলম্বনে একটি ওয়েব সিরিজে অভিনয়ের জন্য হটস্টারের সঙ্গে হৃতিকের ৭৫ থকে ৮০ কোটি রুপির এক চুক্তি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিয়ারা-আডবানি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ